ওয়াজেদ রানা :
যশোরের চৌগাছার নওদা গ্রামে মোঃ আবুল হোসেনের ছেলে আশরাফুল আলম রাজার ৪ বিঘা পুকুরে গত ২১ আগস্ট রাতে দুষ্কৃতিকারী চক্র বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছে। রাজা স্বরুপদাহ ইউনিয়নের বতমান মেম্বার। তিনি ব্যবসার পশাপাশি জনসেবা করেন। বিষ প্রয়োগের কারণে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি বাংলা রিপোর্ট ও দৈনিক পূর্বাভাসকে জানান।
এভাবে শত্রুতা বশত অন্যায়-অপরাধ বাড়তে থাকলে তা অর্থনৈতিকভাবে অনেককেই ক্ষতির মুখোমুখি করবে বলে আশঙ্কা করছেন স্থানিয় ইউপি চেয়ারম্যানসহ স্থানিয় বরেণ্য ব্যক্তিগণ। তারা অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান জানান।