1. admin@banglareport24.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

খেতেও পাচ্ছে না সাবেক প্রেসিডেন্ট বাজোম

  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

গত ২৬ জুলাই রক্তপাতবিহীন অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সামরিক জান্তা। এরপর তারা ক্ষমতা দখল করে নেয়ে। তখন থেকে বাজোমকে ‘প্রেসিডেন্ট প্যালেসে’ অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তবে বাজোম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্যালেসের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বাজোমের মেয়ে জাজিয়া বাজোম এসব অভিযোগ করেছেন।

 

তিনি আরও জানিয়েছেন, “ভালো খাবার না দেওয়ায় তার পরিবারের সদস্যদের ওজন দ্রুত কমে যাচ্ছে।”

প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা যখন বাজোমকে ক্ষমতাচ্যুত করে তখন তার মেয়ে জাজিয়া ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। এখন সেখান থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

এ ব্যাপারে জাজিয়া বলেছেন, “বর্তমানে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ। তারা অন্ধকারের মধ্যে বসবাস করছে। আর নাইজারের আবহাওয়া খুবই কঠিন… এটি দুঃখজনক যে তারা সবসময় অন্ধকারের মধ্যে আছে এবং ঘরের তাপমাত্রা খুবই গরম… তারা ঠিক আছে, তারা বলছে তারা লড়াই চালিয়ে যাবে। কিন্তু তাদের এ পরিস্থিতিতে দেখা আমার এবং আমার (বিদেশে অবস্থানরত) ভাই-বোনদের জন্য কঠিন। তারা বাইরে যেতে পারছে না।”

তিনি অভিযোগ করেছেন তার বাবার যে ব্যক্তিগত চিকিৎসক আছে তাকে প্রেসিডেন্ট প্যালেসে ঢুকতে দেওয়া হয়নি এবং তাকে পরবর্তীতে আসতে বারণ করে দিয়েছে জান্তা। মূলত শাস্তি দিতেই ইচ্ছেকৃতভাবে এমনটি করা হচ্ছে।

ঠিকমতো খাবার না দেওয়ার ব্যাপারে জাজিয়া বলেছেন, “আমার বাবা-মায়ের ওজন পাঁচ কেজি কমে গেছে। আমার ২২ বছর বয়সী ভাই সালেমের ওজন ১০ কেজি কমেছে। ফ্রিজে যে খাবার ছিল সেগুলো তারা আর ব্যবহার করতে পারছে না। তাদের কাছে কোনও মাংস বা তাজা সবজি নেই। তাই এখন পাস্তা ও ভাত খেতে হচ্ছে। দিন এবং রাতে খাওয়ার জন্য এখন এগুলোই আছে। পান করার জন্য তাদের কাছে পরিষ্কার পানিও নেই। রান্নার যে গ্যাস আছে সেটিও দ্রুত শেষ হয়ে যাবে। এরপর তারা কী খাবে? কারণ তাদের কাছে তো কাউকে যেতে দেওয়া হচ্ছে না।” সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park