1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

প্রবাসী কামাল হাওলাদারের মৃত্যুতে শোকার্ত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১১৬ বার পঠিত

মোঃ আল আমিন মুন্না

প্রবাসী কামাল হাওলাদারের কথা।দীর্ঘদিন যাবত তিনি সৌদিতে ছিলেন। প্রবাসী কামাল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নের জরিপেরচর গ্রামের বাসিন্দা মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে। প্রবাসী কামাল হাওলাদার এক স্ত্রী, দুই মেয়ে ও বৃদ্ধ মা সহ অনেক আত্মীয় স্বজন রেখে ২ আগস্ট বুধবার বিকেলে সৌদিতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জানা গেছে, তিনি দীর্ঘদিন সৌদিতে থাকার পরে গত ১১ জুলাই দেশে আসার উদ্দেশ্যে বিমানের টিকিট বুকিং ছিলো। কিন্তু হঠাৎ গত ৩০ জুন শরিরে জ্বর আসে। পরে সৌদিতে একটি হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা নেন এবং মোটামুটি সুস্থ হলেও ৭ জুলাই তিনি ব্রেন স্টোক করেন। পরে তার মালিক তাকে সৌদিতে একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান এবং সেখানের কর্মরত চিকিৎসক তার মাথার অপরেশন করেন। তাতে প্রবাসী কামাল হাওলাদার আরো অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে প্রবাসী কামাল হাওলাদার ২ আগস্ট বুধবার বিকেলে ইন্তেকাল করেন। প্রবাসী কামাল হাওলাদারের স্বপ্ন ছিলো তিনি একবারে বাড়িতে আসবেন এবং সেই স্বপ্ন নিয়ে বাড়িতে থাকা আপনজনের জন্য কেনাকাটা করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস প্রবাসী কামাল হাওলাদার দেশে আসবেন ঠিকই কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। মহান রব্বুল আলামিনের কাছে আবেদন প্রবাসী কামাল হাওলাদারের পরিবার তার মৃত্যুর শোক সহিবার শক্তি দেন এবং তাকে জান্নাতবাসী করুন, আমিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park