1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

লিপি-শামীম ওসমানের নাচের ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৮৬৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সঙ্গে লিপি ওসমানের বিয়ের তিন যুগ পূর্ণ হলো। সোমবার তাদের ৩৬তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষ্যে রোববার ঠিক ১২টা ১ মিনিটে পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন লিপি ওসমান।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান তার সহধর্মিণীর দুই কাঁধে হাত রেখে উচ্চ স্বরে মজা করে বলছেন— ‘আহা কি মজা, আজ আমাদের বিয়ে, আজ আমাদের বিয়ে। ৩৬ বছর একজনকে নিয়ে কাটালাম আল্লাহ আল্লাহ’। এর পর বাবা-মায়ের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অয়ন ওসমান।

এ সময় উপস্থিত ছিলেন অয়ন ওসমানের স্ত্রী ইরফানা আহমদ রাস্মী, তার ছেলে যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি মুহুর্তেই ভাইরাল হয়।

শামীম ওসমান বলেন, বোমা, গুলি, হামলা, মামলা— এসব কিছুকে ভয় না পেলেও আমার স্ত্রী লিপিকে দেখে ভয় পাই।

শামীমপত্নী সালমা ওসমান লিপি বলেন, আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে কমিটমেন্ট, রেসপনসিবিলিটি, ভরসা, বিশ্বাস, শেয়ারিং-কেয়ারিং। যার কাঁধে মাথা রেখে নিশ্চিন্ত হওয়া যায়। যে কখনো ছেড়ে যাবে না, ভুল বুঝবে না, যে সবসময় ভালোবাসবে।

তিনি বলে, উনি (শামীম ওসমান) আমাকে ভালোবাসতো এটা বুঝতে পারতাম। তবে বিয়েটা কিন্তু আমাদের অভিভাবকরা ঠিক করেছে। সত্যিকারের প্রেম যে বিষয়টা, সেটা আমার বিয়ের পর শেখা। কেউ আপনাকে পছন্দ করে, এটা হয়তো একটু দেরি করে বুঝবেন, তবে একবার বুঝে গেলে সেটা ভাঙা কিন্তু খুব কঠিন।

লিপি ওসমান আরও বলেন, শামীম ওসমান মানুষের জন্য যেভাবে কাজ করত, সেটা আমি ভেতর থেকে ফিল করেছি। নিজের চোখে যেটা দেখেছি, এটা অটোমেটিকলি হয়ে গেছে। এ বিষয়গুলো আমাকে আরও ইন্সপায়্যার করেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park