স্টাফ রিপোর্টার :
ফিলিপাইনের বোহোল দ্বীপে ১২০ জনকে বহনকারী একটি জাহাজে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছে বলে দেশটির উপকূলরক্ষীরা জানিয়েছেন।
উপকূলরক্ষী জানান, জাহাজ থেকে ১২০ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এতে বলা হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোস্টগার্ডের মতে, জাহাজটি ফিলিপাইনের সিকুইজোর এবং বোহোল দ্বীপের মধ্যে যাওয়ার সময় আগুন লেগেছিল।
ফেসবুকে এক বিবৃতিতে উপকূলরক্ষীরা বলেছে, তাদের উদ্ধারকারী জাহাজগুলো পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পাংলাও, বোহোলের পানিতে থাকবে।