বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম) :
সেভ দ্য রোড,বাঁশখালী উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির সাথে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন (পিপিএম)’ র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে ও বাঁশখালী থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন
সেভ দ্য রোড,বাঁশখালী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দীন, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ বাকি বিল্লাহ চৌধুরী,
সহ সভাপতি তৌহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ
সরওয়ার আলম,মোহাম্মদ তানভীর হোছেন,অর্থ সম্পাদক শাহাদাত আলম,
প্রচার সম্পাদক ফরিদুল আলম, সদস্য ওয়াহেদুল ইসলাম,শাহাদাত হোসেন,
মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জোবাইর প্রমূখ। এসময় আকাশ-সড়ক- রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি-গবেষণা ও সচেতনতা-মূলক সংগঠন সেভ দ্য রোড-এর সাথে সম্পৃক্ত থাকার জন্ম সম্মতি প্রদান করেন সম্মানীয় কর্মকর্তাদ্বয়।