স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ শহরের যশের আব্দা ফুটবল খেলার মাঠে প্রতিদিনই মার্বেল গুলির মাধ্যমে এবং যাকে বলা হয় সীসারগুলি দিয়ে হাজার হাজার টাকার জুয়া খেলা হয় এই মাঠে শুধু জুয়া খেলা হয় না পাশাপাশি নেশা সেবন করা হয় এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায় এখানে অনেক ধরনের জুয়া খেলা হয় কিন্তু প্রশাসনে এখানে নজর দেয় না ৫ ৬ মাস আগে এস কে টিভি রিপোর্টার সাংবাদিক আক্তারুজ্জামান নুরাজ এর কাছে আমরা একটা অভিযোগ করেছিলাম অভিযোগ করার পর এস কে টিভির মাধ্যমে একটি নিউজ হয় নিউজ হওয়ার পর কয়েকদিন পর দেখি এই ফুটবল খেলার মাঠে আর কোন জুয়া খেলা এবং নেশা সেবন করা চলে না আবার কয়েকদিন ধরে আমরা দেখতে সি এখানে জুয়া খেলা সবকিছুই মাঠে চলে তাতে যুব সমাজ নষ্ট হওয়ার পথে প্রশাসনকে আমরা দৃষ্টি আকর্ষণ করব এখানে সুদৃষ্টি দেওয়ার জন্য