ডেস্ক রিপোর্ট :
‘সন্ত্রাসবাদকে সমর্থন’ করার অভিযোগে রাশিয়ার প্রখ্যাত পরিচালক ও নাট্যকারকে গ্রেফতার করা হয়েছে।
নাট্য পরিচালক ইয়েভজেনিয়া বেরকোভিচ ও নাট্যকার সিভেটনা পেট্রিয়াচুককে গত শুক্রবার গ্রেফতার করা হয়।
‘ফিনিস্ট, দ্য ব্রেভ ফেলকন’ নামে পুরস্কার জয়ী নাটকটিতে ‘সন্ত্রাসবাদকে সমর্থন’ করা হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।
আইনজীবীদের দাবি, তাদের নাটকে সন্ত্রাসবাদ ও প্রেম-ভালোবাসাকে একসঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। তার সঙ্গে যোগ করা হয়েছে কট্টর নারীবাদিতাও।
২০২১ সালে রাশিয়ার সাংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ করা হয়েছে।