কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে কালিয়াকৈর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ মে বুধবার সকাল ১১ টায় কালিয়াকৈর প্রেসক্লাব হল রুমে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাহবুব হাসান মেহেদীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব রানা। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা, কলামিস্ট মোমিন মেহেদী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের কালিয়াকৈরের প্রতিনিধি সরকার আব্দুল আলিম সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
সাংবাদিকরা তাদের পেশাগত কাজ যাতে স্বাধীনভাবে করতে পারে ও তাদের মতামত প্রকাশ করতে পারে সরকারের কাছে আহ্বান জানান। গঠনমূলক সংবাদ প্রকাশের অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।