1. admin@banglareport24.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন

আজ থেকে শুরু হজযাত্রীদের প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-

আজ রোববার (৩০ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছর হজযাত্রীদের প্রশিক্ষণ। শনিবার হজযাত্রীদের প্রশিক্ষণের সময় ও তারিখ জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় শুধুমাত্র ঢাকা জেলায় নিবন্ধিত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ রাজধানীর দক্ষিণখানের আশকোনা হজ অফিসে রোববার সকাল থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত হজযাত্রীদের নামসহ দিয়ে দেয়া হয়।

ঢাকার বাইরে জেলা পর্যায়েও চলবে এ প্রশিক্ষণ বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এদিকে চলতি বছর সারাদেশে ৭৯ কেন্দ্রে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সরবরাহ করা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৭ মে থেকে এ কার্যক্রম শুরু হবে।

চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

হজের নিবন্ধন এরই মধ্যে শেষ হয়েছে। মোট এক লাখ ২০ হাজার ৪৯১ জন নিবন্ধিত হয়েছেন। আগামী ২১ মে শুরু হবে হজ ফ্লাইট।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park