স্টাফ রিপোর্টার :-
হবিগঞ্জ-বানিয়াচং রোডে রাতের বেলা যাত্রী হয়রানী এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
মিজানুর রহমান নামে একজন নিয়মিত সি এন জি যাত্রী, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদ নামক ফেইসবুক গ্রুপের দৃষ্টি আকর্ষন করে বলেন, তিনি উমেদনগর সিএনজি ষ্ট্যান্ড থেকে বানিয়াচং নতুন বাজার নামক সিএনজি ষ্ট্যান্ড থেকে
সকালবেলা ৫০ টাকা দিয়ে যান আবার একই ষ্ট্যান্ড থেকে রাত ৯ টার সময় হবিগঞ্জে আসতে চাইলে ৭০ টাকা দাবী করে সিএনজি ড্রাইভাররা এবং বাধ্য হয়ে ৭০ টাকা দিয়ে হবিগঞ্জে আসতে হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের কাছে সিএনজির এই নৈরাজের ব্যাপারে তাদের মাধ্যমে একটি প্রতিকার চান।
এ ব্যাপারে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, আমরা এরকম অভিযোগ আরো পেয়েছি, বানিয়াচং রোড ছাড়াও থানার মোড় থেকে সায়েস্তগঞ্জ নতুন ব্রীজ আসতে যেতে রাতের বেলা ভাড়া বাড়িয়ে নেয়। আমরা খুব শীঘ্রই জেলা প্রশাসকের কাছে
লিখিত অভিযোগ দিব এবং রাতের বেলা যাত্রীদেরকে জিম্মি করে নির্ধারিত বাড়ার চেয়ে বেশি নেওয়া এক ধরনের ডাকাতি এর তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অনুরোধ যেন দ্রুতগতিতে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্হা নেওয়ার দাবী জানান প্রশাসনের প্রতি।