স্টাফ রিপোর্টার:-
যে বাসায় থাকতেন সেই বাসার বাড়িওয়ালার স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে স্বামী স্ত্রী দুজনেই। জানা যায়, গত ৪ বছর যাবৎ একটি ভাড়া বাসায় থাকতেন গাজীপুর জেলার পূবাইল উপজেলায় করমতলা গ্রামে, অনেক এনজিও ব্যাংক ও যে বাসায় ভাড়া থাকতো আরিফা নামে এই নারী ও তার স্বামী সেলিম মিয়া মিলে তারা বাড়িওয়ালার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় আরিফা ও তার স্বামী সেলিম। স্থানীয় সূত্রে জানা যায় তারা প্রায় জায়গায় ২০ বছর যাবত বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে ২-৩ বছর থাকেন পরে তাদের বিশস্ত হয়ে বাড়িওয়ালাদের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় এই টার্গেট করেই তারা বিভিন্ন বাসা বাড়িতে উঠে। গত জানুয়ারী মাসে তারা পালিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর ওই স্বামী স্ত্রীকে না পেয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়দের অভিযোগ, করমতলা গ্রামের সহজ-সরল নারীদের টার্গেট করে তারা পরে তাদের বিশস্ত হয় পরে তাদের ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, প্রায় বিশ বছর ধরে তারা এইসব ব্যবসা করে আসছিলেন
গত দুই বছর ধরে অভিনব কায়দায় প্রায় কয়েক ভরি স্বর্ণ ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তারা। অর্ধশতাধিক নারী-পুরুষের সাথে তারা এই প্রতারণা করে আসছে।
সোমবার সরেজমিনে হবিগঞ্জের চুনারুঘাটে তাদের নিজ বাড়িতে গিয়ে দেখা যায়, তালাবদ্ধ থাকা আরিফা ও সেলিমের বাড়ি অনেকেই কান্না আর আহাজারি করছেন। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসেন ভুক্তভোগীরা। এ সময় তাঁদের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার বিষয়টি প্রতিবেদককে জানান ভুক্তভোগীরা।
তারা জানান, আট মাস আগে জরুরি টাকার প্রয়োজনে আরিফা ও তার স্বামী মিলে তারা আমাদের কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে দুই মাস আগে বোনের কাছ থেকে ঋণ নিয়ে ৩ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে চলে যায় আরিফা ও তার স্বামী সেলিম মিয়া।