সানজিদা হক অনু, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নাইট গ্যাং এর উৎপাত বেড়েছে।
এরা মূলত একটা গ্যাং তৈরি হয়েছে রাতের আঁধারে বিভিন্ন জায়গায় থেকে বৈদ্যুতিক সার্ভিস লাইন কেটে চুরি করে নিয়ে যায়।
বেশ কিছু দিন যাবৎ এরা নোয়াখালীর পৌর এলাকার ২নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক সার্ভিস লাইন চুরির অভিযোগ পাওয়া গেছে।
পৌর এলাকার ২নং ওয়ার্ড নাইট গ্যাং এর উত্তাপ্ত খুব খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফতেপুর নিবাসী
জামাল উদ্দিনের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন-ঈদের আগের রাতে আমার বৈদ্যুতিক সার্ভিস লাইন কেটে নিয়ে যায়। এলাকায় মিয়াজী বাড়ি ও সাহা বাড়ি থেকেও ঈদের আগে সাতটি বৈদ্যুতিক সার্ভিস লাইন কেটে নিয়ে যায়।এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ওহিদুল্লাহ পলাশকে অভিযোগ জানানো হয়েছে।সাংবাদিক এর প্রশ্নের জবাবে কাউন্সিলর ওহিদুল্লাহ পলাশ বলেন এই বিষয়ে তিনি সুধারাম থানায় ভারপ্রাপ্ত
কর্মকর্তা অবগত করেছেন,তারা অবশ্যই নাইট গ্যাং এর বিষয় খতিয়ে দেখবে এবং আইনগত ব্যবস্থা নিবেন, পলাশ আরো বলেন তার কাটার জন্য যে মই ব্যবহার করা হয় জনগণ একটু সজাগ হলে তা হাতে নাতে ধরতে অবশ্য ধরা পড়বে,তিনি পৌরসভায় এই নাইট গ্যাং সম্পর্কে আলোচনা করেছেন কিভাবে সচেতন হওয়া দরকার,শুধু পৌরসভা নয় অন্য এলাকার জনগনও হতাশা ভুগছেন এই নাইট গ্যাং এমন বিদ্যুৎ এর তার চুরির বিষয়টি, এলাকার কিছু লোকজন বলেন, এরা কারা নাইট গ্যাং হিসেবে সরকারের ধংস করার জন্য মেতে উঠলেন
কিন্তু বিদ্যুৎ অফিস কখন বিদ্যুৎ দিবে না দিবে এটা এই গ্যাং কি করে জানে, বিদ্যুৎ থাকা অবস্থা তারা পিলারে উঠে তার কাটবেনা কিন্তু বিদ্যুৎ এর আসা যাওয়ার প্রস্তুতি জেনে এই নাইট গ্যাং চুরিতে যোগ দেয়, তাছাড়া
এলাকাবাসীরা এই বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা ও হতাশা প্রকাশ করেছেন। তারা জানান কিশোর গ্যাং এর মতো গড়ে ওঠা নাইট গ্যাং নামে একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে এলাকায় বৈদ্যুতিক সার্ভিস লাইন চুরি করে আসছে। এ বিষয়ে স্থানীয় জন প্রতিনিধিদের অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী এখন যথাযথ আইনি পদক্ষেপ প্রত্যাশা করছেন।