স্টাফ রিপোর্টার :
নীলফামারীর জলঢাকায় সোমবার রাত সাড়ে আটটায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রুবেল ইসলাম (৩৩) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।
এ সময় রংপুরগামী একটি ট্রাককের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহত রুবেল ইসলাম ডোমার পৌরসভার চিকনমাটি এলাকার বাবলু রহমানের ছেলে। তিনি ডোমার প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক গণকণ্ঠের ডোমার প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, কার্যকরি সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সহ-সভাপতি এম লোকমান হোসাইন, আইয়ুব রানা প্রমুখ।