1. admin@banglareport24.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৮ পূর্বাহ্ন

রেল দুর্ঘটনায় আহত অর্ধশত : সেভ দ্য রোড-এর দ্রুত তদন্ত দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১১ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে।চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ওই ১২ জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন।

রৌশন আরা বেগম আরও বলেন, ট্রেনে আমরা ১২ জন ছিলাম। আপাতত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসছে।

আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগের।

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে এই ঘটনায় সেভ দ্য রোড=এর পক্ষ থেকে দ্রুত তদন্ত দাবি করেছেন চেয়ারম্যান জেড এম কামরুল আনাম. মহাসচিব শান্তা ফারজানা ও প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park