বাংলা রিপোর্ট ডেস্ক:
ডায়রিয়া বা কয়েকবার পাতলা পায়খানা হলেই আমরা অনেকে মেট্রোনিডাজল–জাতীয় ওষুধ খেয়ে ফেলি। ডায়রিয়া বন্ধ হয়ে গেলে আবার সেই ওষুধ খাওয়া ইচ্ছেমতো বন্ধ করে দিই। এই যে ওষুধগুলো খাচ্ছি, এগুলো কি আসলে এভাবে খাওয়া যায়? মেট্রোনিডাজল কিসের ওষুধ
প্রকৃতপক্ষে এগুলো ডায়রিয়া থামানোরও ওষুধ নয়। এগুলো অ্যান্টিবায়োটিক। সাধারণত অ্যানেরোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর কোনো কারণে অ্যান্টিবায়োটিক শুরু করলে তা পূর্ণ মেয়াদে সঠিকভাবে শেষ করতে হবে। যখন-তখন বন্ধ করে দেওয়া যাবে না। সাধারণত শুরু করলে একটি করে ট্যাবলেট প্রতিদিন আট ঘণ্টা পরপর সেবন করতে হবে। কিন্তু কথা হলো আদৌ ডায়ারিয়ায় সব সময় অ্যান্টিবায়োটিক লাগবে কি না।