সানজিদা হক অনু স্টাফ রিপোর্টার নোয়াখালী :
দেশের প্রখ্যাত আলেমেদ্বীন, হাজারো আলেমের ওস্তাদ, মরহুম আল্লামা শিব্বির আহমেদ এর স্মরনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল জোহরের নামাজের পর থেকে নোয়াখালী মাইজদীর নোয়া কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।
৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালীর চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতের পরিচালনায় এবং জামেয়া মাদানিয়া নোয়াখালী’র মুহতামিম আল্লামা সিদ্দিক আহমেদ নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাভার কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম এর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মহিউদ্দিন রাব্বানী
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জামিয়া কারিমিয়া আশরাফুল উলুম এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব।
মুফতি আমীর হোসেন জিহাদি এর উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুসাদ্দিকুল মাওলা, ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালীর মহাসচিব মাওলানা মুফতি জমির উদ্দিন সহ অন্যান্য বহু ওলামায়ে কেরাম।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে নাশিদ পরিবেশন করেন দেশের জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সিলেট থেকে আগত শেখ এনাম। অনুষ্ঠানের মাঝে মাঝে একে একে জনপ্রিয় বেশ কয়েকটি নাশিদ পরিবেশন করে সবার মন জয় করে নেন তিনি।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সহস্রাধিক মানুষের সমাগম ঘটে। এসময় সকলে এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করায় মাওলানা ইয়াসিন আরাফাত ও ক্বওমী ফাউন্ডেশন নোয়াখালী কে ধন্যবাদ জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা শিব্বির আহমেদ ছিলেন একজন ইসলামের সেবক। দেশবরেণ্য আলেম ও তার ছাত্ররা তার সাথে কাটানো নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, মাওলানা শিব্বির আহমেদ এর মৃত্যুতে দেশ একজন সত্যিকারের বীর পুরুষ ও ইসলামের খাদেম কে হারিয়েছে। পরে তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে আল্লামা শিব্বির আহমদ রহঃ কে ফেদায়ে ইসলাম খেতাবে ভূষিত করা হয়।
অনুষ্ঠান চলাকালীন সময়ে নোয়া কনভেনশন হলের বাহিরে আসর এবং মাগরিবের নামাজের ব্যবস্থা করা হয়। মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের ইমামতিতে আসরের নামাজ এবং মাওলানা আবদুল কবিরের ইমামতিতে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হ।
ইফতার পরবর্তী সময়ে আবারও বেশ কয়েকটি জনপ্রিয় উর্দু নাশিদ পরিবেশন করেন সিলেট থেকে আগত জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম।