1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে, রেমা-কালেঙ্গায় বিপন্ন মুখপোড়া হনুমানের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গায় বিপন্ন প্রায় মুখপোড়া হনুমানের সন্ধান পাওয়া গেছে। বন বিভাগের অনুমতি নিয়ে গভীর বনে প্রবেশ করে একটি অনুসন্ধানী দল সন্ধান পায় বিপন্ন প্রায় এই মুখপোড়া হনুমানের।

এই রেমা-কালেঙ্গা অভায়ারণ্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বন ফরেস্ট হলেও সাধারণত দুই একটি বানর দেখা যায়।

তবে অন্য কোনো প্রাণীর দেখা যদি পেয়ে যান তাহলে সত্যিই আপনি ভাগ্যবান।নানা ভাবে পাহাড় উজাড় হওয়ার কারণে স্বাভাবিকভাবে এদের দেখা মেলে না।

সকাল থেকে বিকেল পর্যন্ত বনে ঘোরাঘুরি শেষে হতাশ হয়েও ফিরতে হয়। ভাগ্য করে পড়ন্ত বিকেলে কালেঙ্গা ওয়াচ টাউয়ারের পাশে আসতেই হঠাৎ চাপালিশ গাছে নড়াচড়ার শব্দ শোনা গেল।

ঠিক যেন গাছের ডাল ভাঙর শব্দ। উল্লুখ ভেবে প্রথমে ভয় পেলেও পরে দেখা মেলে বিপন্ন মুখপোড়া হনুমানের। এদের ‘লালচে হনুমান’ নামেও ডাকা হয়।

একে একে মুখপোড়া বানরের বেশ বড় একটি দলের বেড়িয়ে আসে। ক্যামেরায় ফ্রেমবন্দি করতে

চাইলেও সেটা বেশ কষ্টসাধ্য।

শুধুমাত্র পেশাদার ক্যামেরাম্যানরাই পারবেন এদের ফ্রেমবন্দি করতে। তবুও মাত্র একটি হনুমানের ছবি তোলা গেছে।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park