স্টাফ রিপোর্টার:-
লাখাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে লাখাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। প্রসিকিউটিং এ ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর বিধান কুমার সোম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ধারায় অপরাধ বিবেচনায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এক আইসক্রীম ফ্যাক্টরিকে । পরে বিপুল পরিমাণ ক্ষতিকর রঙিন আইসক্রীম,মানহীন ক্ষতিকর রং ও ক্ষতিকর খাদ্য সামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে ও জনস্বাস্থ্য বিবেচনায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।