1. admin@banglareport24.com : admin :
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:২০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিককে সরকারি ল্যাপটপ দেওয়া হয়েছে।

দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে শিকদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য এ ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রাথমিক পর্যায়ে ল্যাপটপ বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। এর ফলে প্রাথমিকে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত হবে। তিনি ল্যাপটপগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য শিকদের নির্দেশনা দেন। পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপজেলায় ক্যানসার আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park