স্টাফ রিপোর্টার :
নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী দুর্নীতির বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামে থাকার পাশাপাশি সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখছেন, টক শোতে অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় তিনি তাঁর ফেসবুক-ইউটিউবেও সরব রয়েছেন। প্রতিদিন বিকেল ৩ টায় লাইভ আয়োজনে যুক্ত হওয়ার আহবান জানিয়ে ২৮ মার্চ সকালে লিখেছেন- https://streamyard.com/4tg3sabz7t এই লিঙ্কে ক্লিক করে যুক্ত হোন, কথা বলুন সাহস-সুন্দরের পক্ষে, অপরাধ-দুর্নীতির বিপক্ষে…