আজকাল আর ভালোবাসা আমায় টানে না,
কারো চাহুনি আর হাতাছানি দেয় না।
অবাক চোখে নেশা নেশা ঘোরে স্বপ্ন আর দেখি না,
কাউকে নিয়ে কারণে অকারণে অযথাই আর ভাবি না।
আজকাল আর ভাললাগার দিনপঞ্জি ঘুরে ঘুরে দেখি না,
প্রিয় কোনো মূহুর্তে ডুব সাঁতার আর কাটি না।
একলা দুপুরে অশ্রু চোখে স্মৃতির পাতায় লেখি না,
কথাগুলো আর দীর্ঘশ্বাসে জমিয়ে রেখে কাঁদি না।
কী হবে ভেবে সেই কাঁটায় জড়ানো গল্পগুলো বলে,
সময়ের স্রোতে ভেসে যায় সব পড়ে থাকে বিরহী সময় শেষে।
যাচ্ছে যখন সময় কেটে ঘড়ির কাঁটার উল্টোদিকে,
আমিও না হয় বদলে গেলাম স্বল্প সময়ের উল্টো স্রোতে।