মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মনিয়া খানম ওই গ্রামের খোরশেদ খার মেয়ে। তার মা নারগিস বেগম বলেন, রোববার (২৬মার্চ) সকাল আনুমানিক ১০টার সময় তিনি মেয়েকে ঘরে রেখে একটি বিশেষ কাজে বাড়ি থেকে বের হন, দুপুর আনুমানিক ১ টার সময় বাড়ি ফিরে দেখেন ঘরের দুটি দরজা ভিতর দিয়ে আটকানো একটি দরজা খোলা, তিনি খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দেখেন তার মেয়ের গলায় ওড়না প্যাচানো আড়ার সাথে ঝুলন্ত লাশ। সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল করে মর্গে প্রেরণ করেন। এছাড়াও পুলিশ ওই লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেন, যাতে লেখা রয়েছে তোমাকে কথা দিলাম সে দিন ভুলে যাবো, যে দিন দেহ থেকে নিঃশ্বাসটা বের হয়ে যাবে, এমন কথাটি একাধিকবার লেখা রয়েছে। চিরকুটের শুরুতেই প্রিয় লেখাটাকে কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, পরবর্তীতে মা বাবা লেখা হয়েছে। নিহত মনিয়া স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্রী।
নিহত মনিয়ার রহস্যজনক মৃত্যুর পোস্টমর্টেম’র রিপোর্ট হাতে পেলেই খুলবে জট। তবে স্থানীয়দের মতে এটি রহস্যময় মৃত্যু।