চৌদ্দশ বছর আগে রাসূল সাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের আগে প্রথম রোজা হবে শুক্রবার দিন আর চাঁদের নিচে তারা থাকবে এটা কিয়া-মতের একটি লক্ষণ।
চাঁদ এবং শুক্র গ্রহের বিরল সমাবেশ কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি করছেন, মহানবী (সা) চৌদ্দশ বছর আগে চাঁদের নিচে তারা থাকবে এমন ভবিষ্যৎবাণী করেছেন এবং এটা কিয়ামতের একটি লক্ষণ । তবে মহানবীর (সা) এরকম কোনো বক্তব্য দিয়েছেন এই মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় নি। কোনো কোনো পোস্টে “সহিহুল জামে আস সাগীর” নামক একটি হাদিস গ্রন্থের রেফারেন্স দেয়া হয়েছে। সেখানে গিয়ে রেফারেন্স দেয়া নির্দিষ্ট ক্রমিকের হাদিসে কেয়ামত বা চাঁদ-সম্পর্কিত কোনো বর্ণনা পাওয়া যায় নি। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিগুলোকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করছে।