1. admin@banglareport24.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

লাখাইয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০ জন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪২ বার পঠিত

লাখাই উপজেলার লক্ষীপুর গ্রামে দুই পক্ষের মাঝে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ মার্চ) এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪/৫ জন পুলিশ সদস্য সহ উভয় পক্ষের প্রায় ৩০ জন লোক আহত হয়েছে বলে জানা গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি, তবে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ১৫ মার্চ এর দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘ ৮ বছর যাবত লক্ষীপুর গ্রামের হিরাই মিয়া মেম্বার ও সাবেক মেম্বার মুজিবুরের মাঝে বিরোধ চলছে।

এর আগে ২০১৫ সালে উভয় পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছিলেন এর জেরেই গত ১৪ ও ১৫ মার্চ দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে হিরাই মিয়ার দলের এক যুবকের পায়ের রগ কেটে দেন মুজিবুরের লোকজন, এ ঘটনায় ২৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন হিরাই মিয়ার লোকজন।

মামলা হওয়ার পর আসামীরা পাশ্ববর্তী আতুকুড়া, দৌলতপুর ইত্যাদি গ্রামে পালিয়ে থেকে গত বৃহস্পতিবার কোর্টে জামিন চাইলে ১৫/১৬ জনের জামিন পান।

পরে তারা শনিবার স্বস্ব বাড়িতে ফিরলে খবর পেয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষের খবর পেয়ে লাখাই লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে কথা হলে লাখাই থানার ওসি নুনু মিয়া জানান,পূর্বের ঘটনার জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে, আমাদের ৪/৫জন পুলিশ সদস্য আহত হয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park