স্টাফ রিপোর্টার :
সেভ দ্য রোড-এর সদস্য, দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জের কৃতি সন্তান সমাজসেবি পারভেজ হাওলাদার-এর জন্মদিন পালিত হয়েছে। গত ২১ মার্চ দিবাগত রাতে রওশন টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা, সমাজসেবি মাহবুবুর রহমান, মো. মিলন প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদের দ্বারাই এগিয়ে যাবে বাংলাদেশ। সেই বাংলাদেশে সকল রকম মানবিক কাজের স্বপ্ন নিয়ে যারা পথ চলছেন, তাদের মধ্যে পারভেজ ভাই একজন। তাঁর নীতি-আদর্শ-সততার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের আজকের এই ভালোবাসা আয়োজন। আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ-দলকানা-ধর্মান্ধদের যেমন জায়গা হবে না, তেমনই পরিবারতন্ত্র-স্বৈরতন্ত্র-যুদ্ধাপরাধী-ধর্মান্ধদেরও জায়গা হবে না; আগামীর বাংলাদেশ হবে পবিত্র ধর্ম-মানবতা-সুশিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সভ্যতার চর্চা হবে। এসময় পারভেজ হাওলাদার বলেন, নীতির সাথে-ধর্ম-মানবতার সাথে-সুশিক্ষার সাথে থাকার প্রত্যয়ে যারা থাকবেন নিরন্তর তাদেরকে ভালোবাসা-সাথে থাকাই একজন নীতিবান-ধর্মভিরু মানুষের দায়িত্ব। এই দায়িত্ব পালনে আসুন সবাই ঐক্যবদ্ধ হই।