স্টাফ রিপোর্টার :
মাদারীপুরের শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে খাদে পড়েছে যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে অন্তত ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
জানা যায়, রোববার সকালে ঢাকার উদ্দেশে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।
রোববার সকাল সোয়া ১০ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৬ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে এক্সপ্রেস হাইওয়ের রেলিং আরো পরিকল্পিতভাবে করার প্রয়োজনীয়তা তুলে ধরে এক বিবৃতিতে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়াররম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক প্রমুখ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সরকারী অর্থায়নে সুচিকিৎসার দাবি জানিয়েছেন।