বিনোদন রিপোর্ট :
বাংলা ভাষাভাষি মানুষদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ‘অলরাউন্ডার বাবা’।নাট্য নির্মাতা মেহেদী রনি’র অনন্য নির্দেশনায় এতে অভিনয় করেছেন প্রাণ রায়-এর মত দক্ষ অভিনেতা। আর এই নাটকটি নিয়ে আবেগঘণ স্ট্যাটাস দিয়ে ফেসবুকে মানুষকে নাটকটি দেখতে অনুপ্রেরণা যুগিয়েছেন অনেকেই। এমনই একটি স্ট্যাটাস লিখেছেন নতুন প্রজন্মের রাজনীতিক কলামিস্ট মোমিন মেহেদী। তিনি লিখেছেন- ‘অলরাউন্ডার বাবা। আমি না পেলেও কেউ না কেউ হয়তো পেয়েছেন-ই। সেই বাবাদেরই একজন হয়েছেন প্রাণ রায় দাদা। পরিচালনায় মেহেদী রনি। জানি মেহেদী নামের মানুষগুলো লোভ মোহহীন নিবেদিত দেশ-মানুষের জন্য নিরন্তর… শুভ কামনা সকল অলরাউন্ডার বাবা’র জন্য…’