স্টাফ রিপোর্টার :
সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ-গালাগালি ও হামলার নিন্দা ও জড়িত পুলিশ-প্রশাসনের কর্তাদের বিভাগীয় বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটি।
ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, বিকাশ রায়, এম লোকমান হোসাঈন, সাংগঠনিক সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রমুখ এক বিবৃতে বলেছেন, লাঠিচার্জে আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার পাশাপাশি সংবাদযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘সংবাদকর্মী-সংবাদমাধ্যম নিরাপত্তা আইন’ প্রণয়নের করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ১৫ মার্চ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দেশে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের প্রতি পুলিশ-প্রশাসনের কর্তারা শ্রদ্ধাবনত না হলে সারাদেশে সংবাদ বিরতি কর্মসূচি পালনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর লাঠিচার্জ ও মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
লাঠিচার্জে আহত হয়েছেন- এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিম।
এটিএন নিউজের জাবেদ আক্তার বলেন, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ আমাকে পায়ের নিচে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও নির্যাতন করেছে।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নতুন নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অডিটোরিয়ামে বিক্ষোভ করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। বিক্ষোভে তারা বলছেন, আগে নির্বাচন কমিশন চাই, তারপর নির্বাচন হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচ শতাধিক (৩১ প্লাটুন) পুলিশ মোতায়েন করা হয়েছে।