স্টাফ রিপোর্টার :
প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ১৪ বছরের ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতির কাগজ স্বপ্নালোক-এর মার্চ ২০২৩ সংখ্যা এখন বাজারে পাওয়া যাচ্ছে। কথাশিল্পী আয়েশা আহমেদকে প্রচ্ছদমুখ করে প্রকাশিত ‘স্বপ্নালোক’-এর এ সংখ্যায় লিখেছেন- কবি আশরাফুল ইসলাম, মিনা মাশরাফী, জান্নাতুল ফেরদৌস স্মৃতি, জেড এম কামরুল আনাম, কথাশিল্পী শান্তা ফারজানা, সানী আবু জাফর, ইশতিয়াক আহমদ রুপু, সোনিয়া সায়েম লিটু, মো. কামরুল হাসান, আহমদ আল কবির চৌধুরী, প্রীতি কর্মকার, নাসিমা খান, ইখতিয়ারউদ্দিন আজাদ, ফারজানা ইয়াসমিন প্রমুখ। স্বপ্নালোক ২০৫ বিজয় নগর(দ্বিতীয় তলা), শহিদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০-এ সরাসরি এসে সংগ্রহ করতে পারেন অথবা ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে নাম-ঠিকানা এসএমএস করেও নিয়ে নিতে পারেন। দেশের প্রতিশ্রুতিশীল নতুন লেখকদের পাশাপাশি যে কোন লেখক-কবি-সাংবাদিক লেখা পাঠাতে পারেন স্বপ্নালোক-এ। লেখা পাঠানো যাবে এই ইমেইলে- mominmahadi@gmail.com। সেরা ১ জন লেখক পাবেন নূন্যতম ১ হাজার টাকা মূল্যমানের বই পুরস্কার।