স্টাফ রিপোর্টার:-
শরীরের সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে অভিনব পন্থায় ফেনসিডিল পাচারকালে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ মার্চ) দুপুরে ধর্মঘর বিওপির নায়েক আঃ রবের নেতৃত্বে বিজিবির টহলদল ২৩ বোতল ফেনসিডলসহ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি বউ বাজার এলাকার আবুল কালাম এর স্ত্রী মরজিনা বেগম (৫৬) কে আটক করে।
বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে-কর্নেল সৈয়দ আরমান আরিফ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহবাজন বোরকা পরিহিত ঐ নারীকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকা থেকে আটক করে বিজিবি।
তার দেহতল্লাশি করে অভিনব পন্থায় স্কচটেপ দিয়ে বডি ফিটিং করা ২৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।