স্টাফ রিপোর্টার ফরিদপুর :
ফরিদপুরের ভাঙ্গায় পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় গোপাল চন্দ্র চক্রবর্তী (৩৫) নামে এক ব্রাহ্মণ নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার ঘারুয়া গ্রামে শনি পূজা শেষ করে ভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পূর্ব সদরদী পুরাতন ইটভাটা বটতলা এলাকায় এলে আল্লারদান নামে একটি বাস ভ্যানে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম বলেন, পুলিশ বাস ও ভ্যানটি উদ্ধার করেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।