স্টাফ রিপোর্টার :
মা-ছেলের ২ গ্রন্থের মোড়ক উন্মোচিত হলো বইমেলায়। মা রাজনীতিক নূর আক্তার বেগম-এর ‘আমার দেখা মানবতার মা শেখ হাসিনা’ এবং ছেলে তাজওয়ার নূর আদীব-এর ‘একটি কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন সোনাগাজী উপজেলা পরিষদের পরপর দুইবারের সফল চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ড. আবদুল কাদের, প্রফেসর ড. শাহিন ফেরদৌস, মোর্শেদা হাই, কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা।