বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে জাল পাতা নিয়ে জেলেদের দু’পক্ষের মধ্যে প্রথমে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেই দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের চার নারীসহ আহত হন ১১ জন। ঘটনাটি ঘটেছে সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে।
আহতরা হলেন- রহিমা বেগম (৪০), শাহ আলম গাজী (৫০), রাসেল গাজী (২৫), ছগির মোল্লা (৩০), কবির মোল্লা (৩৫), শাহনাজ বেগম (৩০) এবং প্রতিপক্ষের নূরুল ইসলাম জমাদ্দার (৬০), কালু জমাদ্দার (৩০), নান্না হাওলাদার (৪০), সালমা বেগম (৩৫) ও সুমাইয়া আক্তার (২০)। উভয়পক্ষের আহতরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।