স্টাফ রিপোর্টার
সাবেক ব্যাংকার, কথাশিল্পী নাজমুল হক-এর সত্যি নয় গল্প’র মোড়ক উন্মোচন করা হয়েছে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে। আয়োজনে অতিথি ছিলেন উত্তরা ব্যাংকের সাবেক এমডি শেখ আবদুল আজিজ, এ্যাংকর পেইন্ট-এর চেয়ারম্যান আবদুর রহমান, ফার্স্ট লিজিং এ্যান্ড ফিন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন, রাজনীতিক ম ম ইলিয়াস, এম এ রহিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সাবেক চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ সম্পদ, নাজমুস সাকিব নভো ও সাউন্ডবাংলার পরিচালক কথাশিল্পী শান্তা ফারজানা প্রমুখ। কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় কথাশিল্পী নাজমুল হক বলেন, নির্মম বাস্তবতার রাস্তায় অগ্রসর হওয়া বাংলাদেশে সত্যি নয় গল্প হলো লোভি-লম্পট-লুটেরা-রাজনীতিক-দুর্নীতিবাজদের গালে চপেটাঘাত। এই বইয়ে অনেক কথা উঠে এসেছে ছাত্র-যুব-জনতার কষ্ট আর হতাশার আলোকে। কখনো সখনো বেদনা লুকোতে যাওয়া অন্ধকারে আলো জ্বালার মত করে আমি ভাবি আমার মত করে। আর সেই লেখনিগুলোকে মলাটবদ্ধ করেছে সাউন্ডবাংলা। বইটি পাওয়া যাবে বইমেলার লিটল ম্যাগ চত্বরে ৭২ নম্বর স্টলে এবং রকমারি ডটকম-এ