স্টাফ রিপোর্টার :
বানিয়াচঙ্গে যৌতুকের জন্য অন্তঃসত্বা স্ত্রীকে কুপিয়েছে স্বামী : থানায় আটক
বানিয়াচঙ্গে যৌতুকের জন্য ৯ মাসের অন্তঃসত্বা স্ত্রীকে কুপিয়ে আহত করেছে স্বামী। আহত শেফালীকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বামী মনিরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ২টায় ৪ নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তারাসই গ্রামের মৃত অনু মিয়ার পুত্র মনির মিয়া একই গ্রামের আজিজ মিয়ার কন্যা শেফালী আক্তারকে বিয়ে করে।
তাদের সংসারে তিন পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। মনির মিয়া পেশায় একজন দিনমজুর। শ্বশুর বাড়ি থেকে টাকা-পয়সা এনে জন্য মনির মিয়া প্রায়ই স্ত্রী শেফালী আক্তারকে নির্যাতন করে।
মনির মিয়ার শশুর আব্দুল আজিজ মিয়াও যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করার অভিযোগ করে জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারী) তিনি জমিতে কাজ করছিলেন। বেলা ২টার দিকে তার নাতি অর্থাৎ মনির মিয়ার ৮ বছর বয়সী ছোট ছেলে নাহিদ মিয়া দৌড়ে গিয়ে শেফালীকে কুপিয়ে আহত করার কথা জানায়।
পরে তিনি দৌড়ে গিয়ে লোকজনের সহযোগিতায় শেফালীকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। এদিকে গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি
বানিয়াচং থানায় অবগত করা হলে এসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধারালো কাস্তেসহ মনির মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে আহত শেফালীর পিতা আব্দুল আজিজ জানান, মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে। মামলা দায়ের করবেন বলেও আব্দুল আজিজ জানিয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে জানান, অভিযোগ পেলে মামলা নেয়া হবে।