স্টাফ রিপোর্টার :
বাংলা একাডেমিতে জয়িতার হাসি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে ইতালি প্রবাসি সাংবাদিক-সাহিত্যিক রুবেল রানা চৌধুরীর রচিত ‘জয়িতার হাসি’ উপন্যাসের মোড়ক উন্মোচন করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, সাবেক ব্যাংকার কবি সাইফুল ইসলাম চৌধুরী, রন্ধনশিল্পী হাসিনা আনছার, কথাশিল্পী শান্তা ফারজানা, কবি আলতাফ হোসেন রায়হান, এলেনা জান্নাত, সেভ দ্য রোড-এর সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, আতিকুর রহমান রুবেল, নয়ন আই, কায়েস সজিব, রাজু আহমেদ প্রমুখ।