স্টাফ রিপোর্টার :
একাদশ জাতীয় সংসদের নারীদের জন্য সংরক্ষিত শূন্য আসনে আগামী ২০ মার্চ উপনির্বাচনের ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। আর ভোট ২০ মার্চ।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন অনুযায়ী, দল ও জোটগতভাবে প্রার্থী দেওয়া যাবে এ উপনির্বাচনে। একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। আর একাধিক প্রার্থী থাকলে ২০ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন ভবনে ভোট হবে। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেনকে।
বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টিতে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বর্তমান জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি।