স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর নারী কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এর সেমিনার হলে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর সভাপতি জেড এম কারুল আনামের উদ্বোধনী বক্তব্যর মধ্যদিয়ে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক এটলে হোয়ে। বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের রিজিওনাল সেক্রেটারি অপূর্বা কাইয়ার, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল আইবিসির সভাপতি আমিরুল হক আমিন ও থ্রিএফ বাংলাদেশ-এর সিনিয়র পিও জাকিয়া খানম। বিটিজিডব্লিউএল নারী কমিটির সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে ও বিটিজিডব্লিউএল-এর নারী বিষয়ক সম্পদক শান্তা ফারজানার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিটিজিডব্লিউএল-এর সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন চৌধুরী, বিটিজিডব্লিউএল নারী কমিটির সহ-সভাপতি নূর আক্তার বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক এটলে হোয়ে বলেন, নারী শ্রমিকদের জন্য বিশ্বব্যাপী বেতনসহ বিভিন্ন সুবিধা দাবি উপস্থাপিত হচ্ছে, তাদের বেতন, তাদের স্বাস্থ্যসুবিধাসহ সকল দাবি বাস্তবায়নে কাজ করতে হবে। এই দাবির সাথে ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়ন সবসময় ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর সভাপতি জেড এম কামরুল আনাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের জন্য নিবেদিত সরকার। তাঁর নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেভাবে শ্রমিক দের ন্যায্য বেতনসহ সকল সুবিধা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। বিটিজিডব্লিউএল-এর সভাপতি নির্বাচিত হন নাসরিন আক্তার, কার্যকরী সভাপতি নূর আক্তার বেগম, সাধারণ সম্পাদক কূয়াশা হকসহ ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর সভাপতি জেড এম কামরুল আনাম।