1. admin@banglareport24.com : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

 বস্তনিষ্ট সংবাদ তৈরী করা যায় দক্ষতা অর্জন করলে: এসপি মুরাদ আলী

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫১ বার পঠিত

হবিগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক দিনভর ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনয়াতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। ইউনিসেফ-এরসহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- এ কর্মাশালার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুরাদ আলি বলেন, শিশু সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিডি নিউজের এমন আয়োজন। শিশুরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করবে। কিভাবে বস্তনিষ্ট সংবাদ তৈরী করা যায় সেদিকে তাদের মনোনিবেশ হবে। পুলিশ সুপার বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমেই তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে।

৭১ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, দৈনিক কালের কন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কো- অর্ডিনেটর সাদিক ইভান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা সহ আরো অনেকেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park