স্টাফ রিপোর্টার :
সাংবাদিক-কথাশিল্পী রুবেল রানা চৌধুরীর ‘জয়িতার হাসি’ একুশে বইমেলায় পাঠক মহলে ব্যাপক আলোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন প্রজন্মের বেশ কয়েকজন লেখক। কূহেলী দাস, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি জয়িতার হাসির প্রচ্ছদ দেখে লিখেছেন- দারুণ প্রচ্ছদ, আশা করি বইটিও প্রচ্ছদের মত নান্দনিক হবে। বাহার আলী, ব্যবসায়ী, ঢাকা, তিনি লিখেছেন- মনে হচ্ছে চরম বাস্তবতা তুলে আনা হয়েছে বইটিতে। অমি হাসান, চাকুরিজীবী, তিনি লিখেছেন- নতুনদের লেখা আমাদের বেশি বেশি পড়া উচিৎ। সাউন্ডবাংলা থেকে প্রকাশিত ইতালী প্রবাসী রুবেল রানা চৌধুরীর জয়িতার হাসি পাওয়া যাচ্ছে বইমেলার ৭২ নম্বর স্টলে(লিটল ম্যাগ চত্তর)।