স্টাফ রিপোর্টার :
প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’য় কবি সাইফুল ইসলাম চৌধুরীর ‘চাঁদ উপখ্যান’ নন্দিত বইমেলায়। বইটি পাঠক মহলের কাছে নন্দিত হবে বলে জানিয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার স্বত্বাধিকারী শান্তা ফারজানা। তিনি বলেন সাউন্ডবাংলার বিশেষ বিশেষ গ্রন্থগুলোর মধ্যে ‘স্মৃতি সে তো স্পর্শকাতর’ বিশ্বসেরা রাষ্ট্রনায়ক’-এর জনপ্রিয় লেখক-কবি সাইফুল ইসলাম চৌধুরী একজন সাবেক ব্যাংকার। তিনি নিপুন ভালোবাসায় আগলে রাখা কাব্যপ্রতিভাকে তুলে ধরেছেন নতুন এই গ্রন্থটিতে। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার লিটল ম্যাগ চত্বরের ৭২ নম্বর স্টলে।