1. admin@banglareport24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন

উত্তরাধিকারের রাজনীতিকে পাকিস্তানে ‘না’

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : 

পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদের জন্য আগ্রহী নন বলে জানিয়েছেন দেশটির রাজনৈতিক দল মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র সহ-সভাপতি এবং প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। খবর জিও নিউজের।

ছেলের বিষয়ে পিএমএল-এনের এই নেতা বলেন, তার ছেলে জুনায়েদের রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। তাকে প্রথমে বাড়ির দায়িত্ব নিতে হবে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জুনায়েদ সাফদার দুটি স্নাতক ও দুটি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। পোলো খেলার প্রতি তার অনেক আগ্রহ রয়েছে। ২০২১ সালের আগস্টে লন্ডনে বিয়ে, ডিসেম্বরে লাহোরে বিবাহোত্তর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় জুনায়েদের।

মরিয়ম আরও বলেন, তার দলের ভিত্তি, পরিচয় এবং শক্তি ছিল ‘কর্মক্ষমতা’।

জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে পিএমএল-এন নেত্রী বলেন, তিনি স্বদেশে ফিরে আসার পরে তাকে স্বাগত জানাতে লোকদের উৎসাহ এবং বিপুল জনগোষ্ঠী দেখে অবাক হয়েছিলেন।

তিনি জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানে ফিরে আসেন। এর আগে দলের প্রধান নেতা ও তার বাবা নওয়াজ শরিফের সঙ্গে লন্ডনে ছিলেন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park