স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বানিয়াচং সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় দখল করে সিএনজি অটোরিক্সা রেখে যানজট সৃষ্টি করায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক ও উপজেলা সহকারি কর্মকর্তার (ভূমি) আসমা বিনতে রফিকের নেতৃত্বে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করা হয়। একই সময়ে ওই রাস্তার সামনে ও দোকানের মালামাল রেখে যানজট সৃষ্টি করায় দোকান মালিককে জরিমানা করা হয়। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেয়া হক জানান, দীর্ঘদিন ধরে শহরের বানিয়াচং সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে চালকরা যার যেমন খুশি তেমনি ভাবে রাস্তা দখল করে সিএনজি গুলো রাখছেন। অনেক
সিএনজি চালক দোকান গুলো সামনেও সিএনজি রাখছেন। এতে ওই পরিবহন চলে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। এই যানজটের কারণে অনেক সময় স্ট্যান্ড এলাকা দিয়ে মানুষ পায়ে হেটে যেতেও সমস্যায় পড়ছেন। অভিযান
পরিচালনাকালে সিএনজির সঠিক ও ডাইভিং লাইন্সেস না থাকায় ৫টি সিএনজি অটোরিক্সা ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্ট্যান্ড এলাকার দোকান গুলোর সামনে রাস্তা দখল করে দোকান মালিকরা মালামাল রাখছেন।
এতে পরিবহন চলাচলে সমস্যা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে ৭টি দোকানের মালিককে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করা হয় এবং ১০টি মামলা দেওয়া হয়। এছাড়াও অভিযোগ
সিএনজি চালিকরা রাত হলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। তিনি বলেন-অভিযানের পর যারা সিএনজি গুলো রাস্তা রেখে যানজট সৃষ্টি করবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।