মামলার আসামিরা হলেন, এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক রবিউল ইসলাম ও শামীম হোসেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, অবসরপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোয়েবুর মোর্শেদ সোহেল, যুগ্ম সম্পাদক শাহীন খান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নোমান, যুবলীগ কর্মী ইরান ও বাদল হোসেন। মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি পৌরসভার মেয়র পক্ষের সঙ্গে আসামিদের ঝালকাঠির ৫ নদীর মোহনায় ইকোপার্ক বাস্তবায়নের আন্দোলন নিয়ে বিরোধ চলছে। ইকোপার্ক ও মেররপুত্রের কিছু বিষয় নিয়ে ২১ জানুয়ারি এশিয়ান টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হয়। মেয়রের অভিযোগ তাদের পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ওই প্রতিবেদনটি প্রচার করা হয়েছে। সেখানে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে প্রচার করায় ঝালকাঠির মানুষ সেটা দেখেছে।
এভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করায় অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি আইয়ুব রানা প্রমুখ।