রাকিব ঢালী : ৮ ফেব্রুয়ারি সকালে না ফেরার দেশে চলে গেলেন বরিশাৱ জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢালী গোষ্ঠীর অভিভাবকতুল্য নারী সমাজসেবী নুরজাহান বেগম। (ইন্না-লিল্লাহ ওরা ইন্না ইলাইহে রাজিউন) তিনি মরহুম শিক্ষানুরাগী ও সসমাজসেবি আবদুর রব ঢালীর সহধর্মিণী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৫। তিনি ৭ সন্তান মাহমুদা সুলতানা, মাসুদা বেগম, বেলাল হোসেন ঢালী, শাহ আলম মিন্টু ঢালী, আছিয়া খাতুন মহুয়া, মাহবুব আলম ঢালী এবং সাইফুল ইসলাম সুমন ঢালীহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যু দোয়া ও শোক প্রকাশের পাশাপাশি সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,ঢালী গোষ্ঠীর সদস্য, নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি এক শোক বিবৃতিতে বলেন, নিপুন মনের অধিকারী ছিলেন নূরজাহান বেগম। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।