1. admin@banglareport24.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন

শামসুন্নাহারদের বিজয়

  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

ফাইনালে যেতে ড্র করলেই চলত বাংলাদেশের। সেই পথে হাঁটেননি শামসুন্নাহাররা। ভুটানকে বিধ্বস্ত করে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসাবেই সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক শামসুন্নাহারের হ্যাটট্রিকে বাংলাদেশ ৫-০ গোলে হারায় ভুটানকে। লাল-সবুজের পতাকা উড়িয়ে দারুণ এক ম্যাচ উপভোগ করেন দর্শকরা। ২৯, ৫৩ ও ৬১ মিনিটে তিনটি গোল করেন দুর্দান্ত খেলা শামসুন্নাহার। এছাড়া আকলিমা খাতুন ২১ ও ৬০ মিনিটে দুটি গোল করেন। ম্যাচের আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের ফুটবলাররা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তারা ৪-০ গোলে ভুটানকে এবং ৩-১ গোলে ভারতকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে। চার দলের টুর্নামেন্ট থেকে ভুটানের সঙ্গে বিদায় নিয়েছে ভারতও। ভুটানকে ১২-০ গোলে হারালেও বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র এবং নেপালের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে তেরঙ্গারা। অন্যদিকে ভারতের কাছে ১২-০, নেপালের কাছে ৪-০ এবং বাংলাদেশের কাছে ৫-০ গোলে হেরে বিদায় নেয় ভুটান। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park