মিনহাজ উদ্দিন বাঁশখালী
বাইক লেন না থাকা এবং লবনবাহী হট্রাকের পানিতে পিচ্ছিল হওয়ায় পিকআপের ধ্বাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার আবু বকর (১৭) নামক ওই মোটর সাইকেল আরোহী স্কুল শিক্ষার্থী বলে জানাা গেছে। বাঁশখালীসহ সারাদেশে সড়কপথে এমন নির্মম দুর্ঘটনারোধে অনতিবিলম্বে বাইকলেন-এর পাশাপাশি নিহতর পরিবারকে কমপক্ষে ৪০ লক্ষ টাকা দেয়ার দাবি জানিয়েছে সেভ দ্য রোড।