হরিদাস সরকার স্টাফ রিপোর্টার
ফিরে আসার আহবান জানিয়ে অপেক্ষা করছেন সুরঞ্জিত হাওলাদার জয়-এর বাবা। ২০ বছর বয়সী সুরঞ্জিত হাওলাদার জয় ৬ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১১:৩০ মিনিটে বরিশালের কাউনিয়া থেকে নিখোঁজ হয়। তাঁর পিতা মাখন লাল বিশ্বাস বাংলারিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমি আমার সন্তান জয়কে অনেক ভালোবাসি। সে আমাদের নয়নমণি। তাকে ছাড়া অত্যন্ত বেদনাহত আমরা। অনতিবিলম্বে আমরা তাকে ফিরে আসার আহবান জানাচ্ছি। একই সাথে দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি- জয়কে যেখানে দেখবেন, সাথে সাথে আমাদেরকে জানাবেন দয়া করে- ০১৬২২৪২৪০৮৫। আমরা এ বিষয়ে বরিশাল কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়রি নম্বর- ২৭৩