1. admin@banglareport24.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন

হিরো আলমকে গাড়ি উপহার দিচ্ছেন চুনারুঘাট স্কুলের প্রধান শিক্ষক।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-

সেই গাড়ি নিতে হবিগঞ্জ যাচ্ছেন তিনি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই শিক্ষকের সঙ্গে দেখা করবেন হিরো আলম। ‘সকালে বগুড়া থেকে ঢাকায় এসেছি। আজ রাতে হবিগঞ্জের উদ্দেশে রওনা হব। সেখানে পৌঁছে মঙ্গলবার সকালে মোখলিছুর স্যারের বাসায় যাব। তিনি আমাকে একটি গাড়ি উপহার দেবেন।’

বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হয়। এর মধ্যে বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান হিরো আলম।
নির্বাচনের আগের দিন ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাস উপহার দেওয়ার ঘোষণা দেন মোখলিছুর রহমান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক।

ফেসবুক লাইভে শিক্ষক মোখলিছুর বলেন, ‘আমি কখনও ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম হিরো আলমকে আমার নোহা গাড়িটি উপহার দেব। তিনি উপনির্বাচনে পাস করুক বা না করুক, যেটাই হোক। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সিলেটের চুনারুঘাট এসে তিনি যেন গাড়িটি নিয়ে যান। ইতোমধ্যে আমি গাড়ির সব কাগজপত্র তৈরি করে রেখেছি।’

তিনি বলেন, ‘সিলেট হচ্ছে বাংলার দ্বিতীয় লন্ডন। তাই আমি সিলেটবাসীর সম্মান কোনোভাবেই নষ্ট করতে চাই না। সবাই আমার ভিডিওটি সেভ করে রাখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন। আমি যে ওয়াদা করেছি তার বরখেলাপ হবে না। ’

বগুড়া-৪ আসনে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন। মশাল প্রতীক নিয়ে তিনি পান ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট পান। ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

ভোট নিয়ে তার অভিযোগ থাকলেও অল্প ব্যবধানে হারার পর থেকে হিরো আলম অভিযোগ করে আসছেন, তাকে জোর করে হারানো হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ফলাফল পুনরায় গণনার জন্য আবেদন করেছি। ঢাকায় নির্বাচন কমিশনেও আবেদন করব। কাজ না হলে হাইকোর্টে রিট করব।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ বাংলার রিপোর্ট ২৪
Theme Customized By Shakil IT Park